স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা-লিগায় শনিবার গভীর রাতের ( ভারতীয় সময়ে) ম্যাচে রবার্তো লেভানডোস্কির জোড়া গোলে এলচেকে ৩-০ গোল হারিয়ে দিয়েছে বার্সেলোনা। লেভানডোস্কির সঙ্গে গোলের পেলেন মেম্পিস ডিপাই। দাপুটে এই জয় পেয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে আপাতত পয়েন্ট টেবিলের পয়লা নম্বরে উঠে এসেছে বার্সেলোনা।
৬ ম্যাচে পাঁচটিতে জয় ও একটি ড্র – বার্সেলোনার পয়েন্ট এখন – ১৬। অবশ্য এই মুহুর্তে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ একটি কম ম্যাচ খেলেছে। ৫ ম্যাচে তাদের সংগ্রহ – ১৫ পয়েন্ট। আর ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাথলেটিকো বিলবাও। পয়েন্ট টেবিলের চার নম্বরে ১২ পয়েন্ট পেয়েছে রিয়াল বেতিস।
নিজেদের চেনা পরিবেশ – ন্যু ক্যাম্পে এই ম্যাচে বল দখলের দৌড়ে আর আক্রমণে সব সময় এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের বিশ্লেষণে দেখা গেছে, ৭৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখে খেলেছিল হোম টিমের ফুটবলাররা। আর বিপক্ষের তেকাঠিতে শট নিয়েছে মোট ৯ টি। এর মধ্যে গোল হয়েছে তিনটিতে।
ম্যাচ বিশ্লেষণে দেখা গেছে ২২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছিল এলচে ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েছিল মাত্র একবার। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি।
ম্যাচের শুরু থেকে আক্রমন শানিয়ে গেলেও, ৩৪ মিনিটে প্রথম গোলের পায় বার্সেলোনা। অ্যালেক্সান্দ্রো বালদের নিখুঁত পাস থেকে আলতো টোকায় বল জালে পাঠান লেভানডোস্কি। মিনিট সাতেক পর বালদের আরেকটি পাস ধরে কোনাকুনি শটে বল জালে পাঠান মেমফিস।
বিরতি পর নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডোস্কি। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। জয় পেয়েই মাঠ ছাড়েন জাভি হার্নান্দেসের দলবল।
আরও পড়ুন: টিটাগড় স্কুলে বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্তের দাবি বিজেপির