Durand Cup 2022: মুম্বই এফসিকে হারিয়ে প্রথমবার খেতাব বেঙ্গালুরুর, পরের বার বিদেশি দল!

মুম্বই সিটি এফসি: ১ (আপুইয়া)
বেঙ্গালুরু এফসি: ২ (শিবাশক্তি, কোস্তা)

স্পোর্টস ডেস্ক: অনেক খেতাব এই তারকা খোচিত দলটি জিতেছে। এই প্রথমবার সেই বেঙ্গালুরু এফসি
ডুরান্ড কাপ জিতল। কলকাতায় রবিবার ফাইনাল ম্যাচে, যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারিয়ে দিল আইএসএলে খেলা দল মুম্বই সিটি এফসিকে।

বিজয়ী দলের পক্ষে শিবাশক্তি আর ব্রাজিলের এলেন কোস্তা দুটি গোল করেন। মুম্বই দলের গোলদাতা – আপুইয়া। প্ৰথমবারের মত চ্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীরা।

https://twitter.com/SuperpowerFb/status/1571544680097259521?t=f56UN48JbYnAHZNziuFo4A&s=19

যুবভারতীতে নীল জার্সির ঝড় বয়ে গেল গোটা ম্যাচে ! ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে কারা চ্যাম্পিয়ন হয়, সেদিকে নজর ছিল সকলের।

আইএসএল শুরুর আগে নিজেদের শক্তি ভালো রকম ঝালিয়ে নিল বেঙ্গালুরু এফসি।
বেঙ্গালুরুকে এগিয়ে দেন শিবাশক্তি। টুর্নামেন্টে তাঁর পঞ্চম গোলটি করে নিলেন। বল দখলের লড়াইয়ে শিব টেক্কা দেন সেনেগালের ডিফেন্ডার মুর্তাদাকে । এরপর বিপক্ষের গোলরক্ষকের নাগাল টপকে মাপা চিপ তুলে বল জলে পাঠান (১-০)।

জাতীয় দলের তারকা সুনীল ছেত্রী নিজে গোল না পেলেও দুটি অর্ধে তাঁর দলের হয়ে গোল করেন শিবাশক্তি এবং এলেন কোস্তা। সুনীলের বাড়ানো বল থেকেই এসেছে ম্যাচের জয়সূচক গোলটি । ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল সারাক্ষণ। দুই দল উপভোগ্য ফুটবল উপহার দিয়ে গেল যুবভারতী স্টেডিয়ামে।

ম্যাচের প্রায় শুরুতেই বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন উঠতি তারকা শিবশক্তি। মুর্তাদা ফলের মত অভিজ্ঞ ডিফেন্ডার থাকলেও তাঁকে টপকে লব করে গোলকিপার ফুরবার মাথার ওপর দিয়ে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি তারকা।

গোল হজম করার পরে তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে থাকে মুম্বই। তবে বেঙ্গালুরুর রক্ষণ সমস্ত ঝড় ঝাপটা সামাল দিয়ে যাচ্ছিল। তবে বেশিক্ষণ মুম্বইয়ের আক্রমণ আটকে রাখতে পারেনি বেঙ্গালুরু। ৩০ মিনিটে বেঙ্গালুরুর হয়ে ম্যাচে সমতা ফিরিয়ে যান আপুইয়া। যিনি সিটি গ্রুপের অন্য ক্লাব বেলজিয়ামের লোমেল এফকের সঙ্গে ট্রেনিং করে এসেছিলেন। বিরতিতে খেলার ফলাফল ছিল ১-১।
প্রথমার্ধের শেষ দিকে একটি ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেনি বেঙ্গালুরু এফসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি। মুম্বই রক্ষণে বারবার হবে দিয়ে গোল লক্ষ্য করে শট নিতে থাকেন বেঙ্গালুরুর ফুটবলাররা। ৬১ মিনিটে সুনীল ছেত্রীর পাস থেকে গোল করেন অ্যালান কোস্তা (২-১)। তারপর থেকেই মুম্বই আক্রমণের ঝাঁঝ একেবারেই কমে যায়। ম্যাচে আর ফিরে আসতে পারেনি মুম্বই। আবার গোলের স্বাদ পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেঙ্গালুরু। সুনীল ছেত্রীর একটি শট তো বারে লেগে ফিরে আসে।

ম্যাচে বল পজেশন অনেক বেশি ছিল মুম্বাইয়ের মুম্বইয়ের। তবুও তার ফায়দা তুলতে পারেনি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসেছিল মুম্বই, সেই ঝাঁঝ দ্বিতীয়ার্ধে খুঁজে পাওয়া গেল না। ভাল খেললেও গোল করে ফিরতে পারলেন না সুনীল ছেত্রী।

ফুটবল সূত্র থেকে জানা গেল, আগামী বছর ভারতীয় সেনাবাহিনীর আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট একাধিক বিদেশী দল আনার পরিকল্পনা সাজানো হচ্ছে। সেক্ষেত্রে এই টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়বে।