নিউজ ডেস্ক: শুরু হয়ে গেছে দুর্গা পুজোর কাউন্ট ডাউন। করোনা নিয়ে উদ্বেগ কমলেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে ডেঙ্গি-ম্যালেরিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
সাম্প্রতিক রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৮৪০। ডেঙ্গির নমুনা পরীক্ষা হয়েছিল ৭,৬৮২ জনের।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্তমানে ৫৪১ জন ডেঙ্গি আক্রান্তের চিকিৎসা চলছে হাসপাতালে, এমনই খবর স্বাস্থ্য দফতরের।
ইতিমধ্যে হাওড়া, কলকাতা ও হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারে আরও বেশি জোর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
ডেঙ্গি আটকাতে বিশেষজ্ঞদের পরামর্শ, কোথাও যাতে জল জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রচার চালাতে হবে। কারণ পরিস্কার জলেই জন্মায় ডেঙ্গির মশা। নবান্নে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই সতর্কতামূলক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।
তারপরেও রাজ্যজুড়ে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: চিকিৎসকদের পরামর্শ ছাড়া দিল্লিতে হাজিরা দিতে পারবেন না, জানালেন শিশির
ডেঙ্গি আটকাতে মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস ইউ এন লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মানুষকেও সচেতন হতে হবে। ডেঙ্গি মশা বাহিত রোগ। এই রোগ ছড়ায় এডিস মশা। এডিস মশা দিনের বেলা কামড়ায়। আমাদের বাঁচতে গেলে ফুল হাতা শার্ট, ফুলহাতা প্যান্ট পরে থাকতে হবে। যাঁরা বাড়িতে থাকেন বিশেষ করে বয়স্কদের মশারির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস।
Leave a Reply