নিউজ ডেস্ক: পুজোর আগেই সুখবর। সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। প্রত্যাশা মতোই মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ালো কেন্দ্রীয় সরকার। ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে, অঙ্কের হিসেবে দাঁড়ালো ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ। ডিএ নির্ধারণের দায়ভার থাকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের লেবার ব্যুরোর। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মহার্ঘ ভাতা নির্ধারিত হয়। এর ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী আর্থিক সুবিধা পেতে চলেছেন।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতেন ৩৪ শতাংশ হারে। সেখানে রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেয় ৩ শতাংশ হারে। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশ।
এই ভাতা বৃদ্ধির নিয়ে আবার বিদ্রোহের সুর চড়িয়েছে রাজ্য সরকারের কর্মী থেকে বিরোধী দলের নেতারা। একদিকে যখন কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি পেল, অন্যদিকে রাজ্য সরকারের ডিএ নিয়ে আদালতের লড়াই চলেছে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা কবে বকেয়া ডিএ পাবেন, তা এখনও অজানা।
এই ঘটনায় রাজ্য সরকারের কটাক্ষ করে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,“কেন্দ্র, কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা মেনে নিয়মানুযায়ী ডিএ বৃদ্ধি করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কথা রাখছেন না। রাজ্যের সরকারি কর্মীদের কোনও উন্নতি নেই। এরাজ্যে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে নিজেই সেই কথার খেলাফ করে।”
আরও পড়ুন: পুড়ছে ব্যাঙ্ক, ধোঁয়ার মধ্যে লুকিয়ে কোন রহস্যের গন্ধ
তৃণমূল সাংসদ শান্তনু সেন এই বিষয়ে বলেন,“কেন্দ্রীয় সরকার তার নিজের মত কাজ করেছে। আমরা দেখেছি অবিজেপি শাসিত রাজ্য গুলির বারবার রাজনৈতিক কারণ বঞ্চনার শিকার হয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পাওনা রয়েছে। কেন্দ্র যদি সেটা দিয়ে দেয়, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপোধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত ভাবে ডিএ বিষয় নিয়ে সমস্যা গুলি দূর করতে পারবেন। “
Leave a Reply