Mominpur News: পুলিশের হাতে আটক সুকান্ত, প্রতিবাদে রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

নিউজ ডেস্ক: মোমিনপুর কাণ্ড নিয়ে ধুন্ধুমার গোটা রাজ্য রাজনীতি। বিক্ষোভে-ধরনায়-গ্রেফতারিতে জেরবার গোটা কলকাতা। সেন্ট্রাল এভিনিউ থেকে চিংড়িহাটা থেকে সেলিমপুর বিজেপির বিক্ষোভ-অবরোধ জুড়ে রীতিমতো প্রতিবাদের সুর তুলেছে বিজেপি। দলীয় কর্মীদের দাবি, মোমিনপুর যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। চিংড়িহাটার কাছে গ্রেফতার করা হয় তাঁকে। এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।

অন্যদিকে, মোমিনপুর কাণ্ড নিয়ে রাজ্যপাল এবং অমিত শাহকে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে লালবাজার অভিযানও করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিজেপি সমর্থক এবং নেতা-নেত্রীরা। পাশাপাশি, একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

আরও পড়ুন: রূপান্তরকামী চরিত্রে একাংশ মেনে নিচ্ছেন না সুস্মিতাকে, তবে কি বাদ পড়বেন অভিনেত্রী? মুখ খুললেন গৌরী

পুলিশের হাতে সুকান্ত আটক হতেই চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাজ্য-বিজেপির পার্টি অফিসের সামনে ধরনায় বসে পড়েন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ। অন্যদিকে, হাওড়ার উড়িয়া পাড়ার কাছে হাতে দলীয় পতাকা হাতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন দলীয় কর্মীরা। আবার বিক্ষিপ্ত ভাবে বিজেপির এই বিক্ষোভ দেখা যায় রানিগঞ্জেও।

আরও পড়ুন: জিও-র পর এয়ারটেল! ৮ শহরে চালু ভারতী এয়ারটেলের 5G পরিষেবা

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *