এলন মাস্ক এভরিথিং অ্যাপ: কী এই অ্যাপ? বানানোর কারণই বা কী? জানুন বিস্তারিত

নিউজ ডেস্ক: টেসলা মোটর্সের প্রধান এলন মাস্ক এবারে মেতেছেন অ্যাপ বানানোর প্রচেষ্টায়। শোনা গিয়েছে, অনেক টানাপোড়েনের পর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনছেন ব্যবসায়ী এলন মাস্ক। এলন মাস্কের পরিকল্পনা তালিকায় অনেকগুলি দিক থাকলেও, এই মুহূর্তে তাঁর প্রধান চাহিদা ওই অ্যাপ বানানো। কিন্তু কী কাজ এই অ্যাপের? এলনের ভাষায় এই অ্যাপের নাম ‘X দ্য এভরিথিং অ্যাপ’। এই অ্যাপের মূল উদ্দেশ্য খানিকটা ‘একাই একশো’র মত।

কী এই অ্যাপ ?

এই অ্যাপের নাম বর্ণনা করা হচ্ছে ‘সুপার অ্যাপ’ নামে। এটা এমনই একটি অ্যাপ্লিকেশন, যাতে অন্যান্য সব অ্যাপের কাজ হয়। মানে আপনি শুধুমাত্র এই অ্যাপের মাধ্যমেই মেসেজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, পিয়ার-টু-পিয়ার পেমেন্ট, ই-কমার্স কেনাকাটি, বুকিং- করতে পারবেন সবকিছুই। অর্থাৎ ওই একটি অ্যাপই পূরণ করবে আবার সমস্ত প্রয়োজনীয় অনলাইন কাজ।

আরও পড়ুন: জিও-র পর এয়ারটেল! ৮ শহরে চালু ভারতী এয়ারটেলের 5G পরিষেবা

কিছু সুপার অ্যাপের উদাহরণ দিলেই বিষয়টি আরও স্পষ্ট হবে। বলা যেতে পারে সুপার অ্যাপের ভাবনার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে চিন। চিনের সুপার অ্যাপের নাম ‘We Chat’। ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১ বিলিয়নের কিছু বেশি। এই অ্যাপে যেমন গাড়ি বুক করা যায়, তেমনই করা যায় অনলাইন পেমেন্ট, আবার ওই একই অ্যাপে করা যায় সোশ্যাল নেটওয়ার্কিং, শপিং সহ আরও অনেক কাজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এরকম একটি অ্যাপের নাম ‘Grab’।

এলন মাস্কের এই অ্যাপ বানাতে চাওয়ার কারণ কী?

চলতি বছরের জুন মাসে টুইটার কর্মীদের সঙ্গে আলোচনায় এই অ্যাপ বানানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রথম মুখ খোলেন এলন। তাঁর মতে, টুইটার পরিষেবায় অতিরিক্ত বৈশিষ্ট্য আনলে, তাতে আখেরে লাভ হবে কোম্পানিরই। এই সুপার অ্যাপ বানানোর প্রয়োজনীয়তা হিসেবে তিনি বলেন, “দেখুন, এশিয়ার বাইরে কিন্তু WeChat-এর মতো কোনও সুপার অ্যাপের সমতুল্য কিছু নেই। চিনে তো সবাই WeChat দিয়েই সব করেন।” আলোচনায় তিনি এও জানিয়েছিলেন, তিনি চান টুইটার তার 237 মিলিয়ন ব্যবহারকারীর সংখ্যাটা অন্তত এক বিলিয়ন করে দেখাক।

আরও পড়ুন: হনুমান কাণ্ডে আতঙ্কে গ্রামবাসী ! জখম ২০, গুরুতর আঘাত ৪ জন

বোঝা যাচ্ছে, এভরিথিং অ্যাপ বা সুপার অ্যাপ নিয়ে এক অভাবনীয় পরিকল্পনায় নেমেছেন এলন মাস্ক। তবে একাই একশো এই অ্যাপ ব্যবহার করা গেলে সততই লাভবান হবে কোম্পানি। নিঃসন্দেহে লাভবান হবেন ব্যবহারকারীরাও।