জঙ্গিদের সঙ্গে মরণপন লড়াই, গুরুতর আহত আর্মি অ্যাসল্ট ডগ,জুম

নিউজ ডেস্ক: ভারতীয় সেনা বাহিনী গোপনসুত্রে কাশ্মীরের জঙ্গিদের সম্পর্কে খবর পায়। খবর পেয়েই কাশ্মীরের তাংপাওয়াস এলাকায় অভিযান চালায় সেনা দল। তাদের সঙ্গেই ছিল ভারতীয় সেনা দলের কুকুর, জুম। সারমেয় জুম, সন্ত্রাসবাদীদের সঙ্গে হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় গুরুতর ভাবে।

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাংপাওয়াস গ্রামে সোমবার রাতে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। যুদ্ধ চলছিল নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে। সেখানেই সন্ত্রাসবাদীদের গুলি এসে লাগে সেনা দলের আক্রমণকারী সারমেয় জুমের গায়ে। পরিস্থিতি সামাল দিয়েই তাকে হাসপাতালে ভর্তির তোড়জোড় করা হয়। বর্তমানে জুম ভর্তি রয়েছে শ্রীনগর আর্মি ভেটেনারি হাসপাতালে।

আরও পড়ুন: বারো বছর আগের সেই ঘুষের কেলেঙ্কারির কর্তারা আজ কে কোথায় ?

সেনা সূত্রে খবর, তাংপাওয়াসে একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর জুম, সেই বাড়িতে ঢুকতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গির দল। দুটি গুলি এসে লাগে জুমের গায়ে। গুলিবিদ্ধ অবস্থাতেও বেশ কিছুক্ষন অভিযানে সামিল ছিল জুম। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

জুমের আহত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস সোশ্যাল মিডিয়ায় জুমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা লেখেন, “সেনাবাহিনীর হামলাকারী কুকুর ‘জুম’ অভিযানের সময় সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। জুম শ্রীনগর আর্মি ভেট হাসপাতালে চিকিৎসাধীন। আমরা জুমের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আরও পড়ুন: উত্তরাখণ্ডে পর্বতারোহণে গিয়ে নিহত বাংলার সন্দীপ, ব্যারাকপুরে শোকের ছায়া