কেন্দ্রের সেরা দশের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ

নিউজ ডেস্ক: শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা নেত্রীর। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে কোটি কোটি চাকরি। এই পরিস্থিতিতে বিরোধীরা যখন গেল গেল রব তুলে আসর মাতাচ্ছেন, ঠিক তখনই দেশের সেরা দশ স্কুলের তালিকায় উঠে এল যাদবপুর বিদ্যাপীঠের নাম।  

চলতি বছরে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সেরা স্কুলের প্রথম দশের তালিকাতেই ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ।

দেশের সরকারি স্কুলগুলির মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর সেরা স্কুলের তালিকা প্রকাশ করে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য এবারও সেরা স্কুলের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় প্রথম ১০টি স্কুলের নাম রয়েছে। এ রাজ্য থেকে একমাত্র যাদবপুর বিদ্যাপীঠই স্থান পেয়েছে সেরা দশে।

আরও পড়ুন: সিবিআইয়ের জোড়া নোটিস, অনুব্রতর মেয়ে ও ভাগ্নেকে

সেরা দশে যাদবপুর বিদ্যাপীঠ স্থান পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ ডক্টর পরিমল ভট্টাচার্য। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন।