Sourav Ganguly: “কেউ একদিনে আম্বানি কিংবা নরেন্দ্র মোদি হয়ে উঠতে পারেন না”, বঞ্চনা ভুলে নিজের সাফল্য নিয়ে মুখ খুললেন মহারাজ

স্পোর্টস ডেস্ক: বোর্ড থেকে বিদায় তো হয়েছেই। বিসিসিআই সভাপতি পদে মেয়াদ থাকলেও আর থাকছেন না তিনি, ইতিমধ্যেই তা নির্ধারিত। বোর্ড ছাড়ার পর থেকে নানা মানুষের নানা মন্তব্যের সামনে পড়তে হয়েছে মহারাজকে। তাঁর এই পরিস্থিতি নিয়ে কেউ মেরেছেন খোঁচা কেউ আবার তাঁর খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। এবার সবার ফিসফিসানিকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন,”আমি এতদিন প্রশাসনে ছিলাম, এ বার অন্যদিকে এগোব। জীবনে যাই করি না কেন, আমার কাছে দেশের হয়ে খেলার দিনগুলিই সেরা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। সারা জীবন প্লেয়ার থাকা যায় না। আবার সারা জীবন প্রশাসকও থাকা যায় না। আমি কখনও অতীতে বিশ্বাস করিনি। তবে একটা বিষয় মানি, কেউ একদিনে আম্বানি কিংবা নরেন্দ্র মোদি হয়ে উঠতে পারেন না। দীর্ঘ দিনের পরিশ্রমেই তাঁদের জায়গায় পৌঁছানো যায়।”

এতদিন দিয়েছেন জাতীয় দলকে নেতৃত্ব তারপর দিলেন বোর্ডকে। খেলার মাঠ হোক বা বোর্ডের রাজনীতি সর্বত্রই তাঁর উন্নতিকে হতে হয়েছে বঞ্চনার শিকার। নিজের ঘুরে দাঁড়ানোর, লড়াই করে জবাব দেওয়ার অভিজ্ঞতাকে ভাগ করে তিনি বলেন,“আমি বলব, এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিল ছ-জন। রাহুল দ্রাবিড়কে এক দিনের দল থেকে প্রায় ছেঁটে ফেলা হচ্ছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় একাদশ বাছাইয়ের ক্ষেত্রেও সকলের পরাপর্শ নিতাম। দলের মধ্যে এই বিষয়গুলো কখনও উপেক্ষা করিনি। আমি কত রান করেছি, সেটা বড় কথা নয়। লোকে আমাকে নানা কারণে মনে রেখেছে। সেগুলো আমার কর্তব্য ছিল, আর কিছু নয়।”