Elon Musk Perfume: শেষে সুগন্ধি বিক্রি শুরু করলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, রাতারাতি হয়ে গেলেন সেলসম্যান। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন এলন মাস্ক। এবার তিনি পারফিউম ব্যবসায়ী। নিজেই টুইটারে এই আপডেট দিয়ে এলন মাস্ক লিখলেন, এখন থেকে তিনি পারফিউম সেলসম্যান। এলনের নতুন এই পারফিউম এর নাম ‘বার্ন্ট হেয়ার’। মিডিয়ায় ভক্তদের সঙ্গে খানিক ঠাট্টা তামাশা করে তিনি জানালেন তিনি এই পারফিউম বিক্রি করছেন টুইটার সংস্থাকে কেনার জন্য। ভক্তরা যাতে তাঁকে এই পারফিউম কিনে সাহায্য করেন, মজার চলে সেই কাতর অনুরোধও করেন তিনি।

এই বার্ন্ট হেয়ার কী ?

বার্ন্ট হেয়ার (Burnt Hair) সম্পর্কে একাধিক তথ্য টুইটারে নিজেই জানিয়েছেন এলন মাস্ক। তিনি জানিয়েছেন, এই পারফিউমটি অমনিজেন্ডর (Omnigender) অর্থাৎ পুরুষ, মহিলা এবং অন্য সব লিঙ্গের মানুষ এটি ব্যবহার করতে পারবে। এই পারফিউমটির দাম রাখা হয়েছে প্রায় ১০০ ডলার বা ৮৪০০ টাকা। পাশাপাশি শিপিং চার্জ থাকবে আলাদা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও এই পারফিউম কেনা যেতে পারে। এর জন্য শিপিং চার্জ দিতে হতে পারে প্রায় ৩০০০ টাকা।

বাজারে কেমন সাড়া ফেলল বার্ন্ট হেয়ার ?

এখনও পর্যন্ত পারফিউমটি বিক্রির সংখ্যাও টুইট করে জানিয়েছেন এলন মাস্ক। বার্ন্ট হেয়ার পারফিউমটি এখনও পর্যন্ত ২০,০০০ বোতল বিক্রি হয়েছে, যা বিশ্বজুড়ে প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ২৩ লক্ষ টাকা।

কীভাবে কিনবেন এই সুগন্ধি ?

মাস্ক জানিয়েছেন, পেমেন্ট মোড হিসেবে ডজ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলেও এই পারফিউম ক্রয় করা যাবে। ভারতীয় কাস্টমারদের জন্য গুগল পে-তে সুগন্ধিটি কেনার সুযোগ রয়েছে।

কেন পারফিউম বিক্রি করছেন মাস্ক ?

টেসলা এবং স্পেসএক্স-এর মতো কোম্পানির প্রধান এলন মাস্ক যখন সেপ্টেম্বরে পারফিউমের বাজারে আসার কথা জানাচ্ছিলেন, তখন অনেকেই তা বিশ্বাস করতে পারেনি। এদিকে, এই মাসের শেষেই ৪,৪০০ কোটি ডলারের চুক্তিতে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। গত সপ্তাহে আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। এলন মাস্কের টুইটার কেনার জল্পনার মাঝেই এবার ভক্তদের কাছে সাহায্য চাওয়া নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে বিশেষজ্ঞমহলে। হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: জীবন মৃত্যুর মাঝে ৯০ মিনিট! এভাবেও ফিরে আসা যায় ?