নিউজ ডেস্ক: “যারা অপেক্ষা করে তারা কেবল ততটুকুই পায়, যতটুকু পরিশ্রমীরা ছেড়ে দেয়”, ডাক্তার এপিজে আবদুল কালামের এই চিন্তা ধারা অগণিত তরুণের জীবন পরিবর্তনের চাবিকাঠি। শুধুমাত্র একটি উক্তি নয়, তাঁর সমগ্র জীবনটাই যুব সমাজের কাছে প্রেরণাদায়ক। ১৫ ই অক্টোবর এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকীকে তাই ‘স্টুডেন্ট ডে’ হিসাবে পালন করা হয় প্রতি বছর। চলতি বছরে ভারতের মিসাইল ম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিখ্যাত বিজ্ঞানী এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের দেশের প্রতি অবদানের কথা স্মরণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাই।’ ট্যুইট করে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘তিনি একজন বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হিসাবে আমাদের দেশে তাঁর অবদানের জন্য খুবই প্রশংসিত। তিনি সমাজের প্রতিটি বিভাগের সঙ্গে সুসংগতভাবে কাজ করেছেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভারতের মিসাইল ম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামকে শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ লিখেছেন, ‘ডঃ এপিজে আবদুল কালাম জি রাষ্ট্রপতি হিসাবে দেশকে গর্বিত করেছেন। একজন বিজ্ঞানী হিসাবে তাঁর জ্ঞান এবং শক্তি দিয়ে দেশকে শক্তিশালী করেছেন এবং জাতীয়তাবাদী নাগরিক হিসাবে আদর্শ স্থাপন করেছেন। আমি তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে প্রণাম জানায় এবং তরুণদের তাঁর চিন্তাভাবনা থেকে প্রেরণা গ্রহণের আহ্বান জানাই।’
আরও পড়ুন: গুজরাটে ভোটের দিন ঘোষণাও হল না, বাড়লও না দুধের দাম
Leave a Reply