Mamata Banerjee On Sourav Ganguly: দাদার হয়ে ব্যাট ধরলেন দিদি

স্পোর্টস ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। “কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল?”,উত্তরবঙ্গে সফরের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে জোরাল সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বোর্ডে অমিত শাহ পুত্র জয় শাহের থাকা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন,” “কোর্ট একটা অর্ডার দিয়েছিল। তিন বছরের টার্ম ছিল। সৌরভকে এবং অমিত শাহের ছেলেকেও এই সময়টা দেওয়া হয়েছিল। কিন্তু, কেন জানি না কোন অজ্ঞাত কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন। সেও ছোট ছেলে। আর আমি বিজেপি-র মতো নই যে গালাগালি দেব।”

এদিন, সৌরভের প্রশংসায় মমতা বলেন,”সমগ্র দেশবাসী এবং পৃথিবীতে যে সকল ক্রিকেটপ্রেমীরা রয়েছেন সকলের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। কেবলমাত্র মাঠেই নয়, যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজও করেছে সৌরভ। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?”

https://twitter.com/ShabanaANI2/status/1581936311820161025?s=20&t=jXMVHCl4SQoZTNMDvNecEg

মুখ্যমন্ত্রী আরও বলেন,”আমি এখনও মনে করি, সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। কী দোষ হল ওঁর? কেবলমাত্র বাংলা নয় গোটা দেশের গৌরব সৌরভ। জগমোহমন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন।’’

আরও পড়ুন: ঘরে বসে নিজের রেশন কার্ড নিজেই বানান, এই অ্যাপের সাহায্যে!

শেষে মমতা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন,” আমি স্তম্ভিত। আমি সরকারের কাছে অনুরোধ করব, রাজনৈতিকভাবে নয় ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নিন।”

আরও পড়ুন: হেস্টিংসে বিজেপির বিশেষ বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে তোপ বঙ্গ-বিজেপির, কী বললেন দিলীপ-লকেট-সুকান্ত ? জানুন

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *