টেট দুর্নীতি: মামলাকারীদের সঙ্গে বেআইনি চাকরির হিসাব নিয়ে বৈঠক পর্ষদের

নিউজ ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। ৬ বছর ধরে পর্ষদের ভুলের মাশুল গুনতে হচ্ছে টেট পরীক্ষার্থীদের। টাকার বিনিময়ে বেআইনিভাবে অনেকেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। কিন্তু সেই সংখ্যা ঠিক কত, তা স্পষ্ট নয়। সেই হিসাব মেলাতেই এবার মুখোমুখি বৈঠকে বসছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ও টেট সংক্রান্ত অভিযোগকারীদের আইনজীবীরা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে বৈঠকের নির্দেশ দিয়েছেন। যাঁরা টেটের চাকরি দিয়েছিলেন এবং যাঁরা সেই চাকরি বেআইনি বলে অভিযোগ তুলেছেন, তাঁদের সামনাসামনি বসিয়ে হিসাব করার উদ্দেশ্যেই এই বৈঠকের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি।

কিভাবে পালন করতে হবে নির্দেশ

বিচারপতির নির্দেশ মেনেই সোমবার বিকাল ৪ টে থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট সংক্রান্ত মামলাকারীদের আইনজীবীরা বৈঠকে বসেছেন। উভয়পক্ষই সমস্ত নথি খতিয়ে দেখে, হিসাব করবেন, ঠিক কত জনকে বেআইনিভাবে দেওয়া হয়েছে চাকরি। বৈঠকের পরেই আসতে পারে সুখবর, এই আশাতেই এখন বুক বেঁধেছে চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন : দীপাবলির উপহার, ১৬,০০০ কোটি টাকা পাচ্ছেন কৃষকরা, জানেন কেন?


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *