নিউজ ডেস্ক: প্রায় ৬০ বছর পর আবার পৃথিবীর খুব কাছে এসেছিল বৃহস্পতি গ্রহ। ১০৭ বছরে প্রথমবার পৃথিবীর এত কাছে বৃহস্পতি। অত্যন্ত বিরল এই ঘটনার পর এবার সূর্যগ্রহণ দেখতে চলেছে সমগ্র বিশ্ববাসী। সাধারণত কার্তিক মাসে অমাবস্যায় উদযাপিত হয় বাঙালির দীপাবলি উৎসব। ২০২২ সালে দীপাবলির অমাবস্যা তিথি থাকবে ২৪-২৫ অক্টোবর। ২৪ অক্টোবর বিকেল ০৫:২৭ মিনিট থেকে ২৫ অক্টোবর বিকেল ০৪:১৮ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। ২৫ অক্টোবর, মঙ্গলবার হবে সূর্যগ্রহণ। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৫ সালের ২৯ মার্চ।
কোথায় কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?
এটিই ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ হবে। গ্রহণটি প্রধানত ইউরোপ, উত্তর-পূর্ব আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে। ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী, মথুরায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ব ভারত ছাড়া সারা ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ২ পাইলট-সহ মৃত ৬
আংশিক সূর্যগ্রহণ কী?
সাধারণত পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীর উপর চন্দ্রের ছায়া পড়ে দেখা যায় সূর্যগ্রহণ। কিন্তু যখন চাঁদের জন্য সূর্যের আলোর একটা অংশই শুধুমাত্র বাধা পায়, তখন এই আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজির তৃণমূল বিধায়কের স্বামী
Leave a Reply