নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ হলেন আশীষ চট্টোপাধ্যায়। এতদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সহ উপাচার্য পদে। কিছুদিন আগেই সোনালি চক্রবর্তীর পুনর্নিয়োগ অবৈধ বলে রায় দেয় সুপ্রিমকোর্ট। তারপর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এতদিন ছিল উপাচার্যহীন। অবশেষে বৃহস্পতিবার সেই পদে নিয়োগ করা হল আশিস চট্টোপাধ্যায়কে।
বহুবছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায়। তবে সম্প্রতি তাঁর নামে অভিযোগ উঠেছিল তাঁর পুনর্নিয়োগ অবৈধ। সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে পৌঁছে গিয়েছিল সুপ্রিমকোর্টেও। সোনালি উপাচার্য পদ থেকে অপসারণের পর, নতুন উপাচার্য নিয়োগ করা অনিবার্য হয়ে পড়েছিল।
আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর, দীপাবলির আগেই ৭৫ হাজারকে নিয়োগপত্র মোদির
সোনালি উপাচার্য থাকাকালীন তিনি ছিলেন সহ উপাচার্য পদে। এবার তাঁকেই নিয়োগ করা হল অস্থায়ী উপাচার্য হিসেবে। সার্চ কমিটি রাজ্যপালের কাছে সুপারিশ দিয়েছিল কয়েকজনের নামের তালিকা। সেখান থেকেই রাজ্যপাল লা গনেশন একজনকে উপাচার্য হিসেবে বৃহস্পতিবার নিয়োগ করলেন। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নাম উঠে এল আশিস চট্টোপাধ্যায়ের।
Leave a Reply