নিউজ ডেস্ক: আমফানের থেকেও বেশি তীব্র হতে পারে ঘূর্ণিঝড় সিতরাং। ২০০ কিমি বেগে হিট করতে পারে বাংলায়। ঘূর্ণিঝড় নিয়ে আশংকার মেঘ যখন ক্রমশ গাঢ় হচ্ছে ঠিক তখনই এমন আশংকার কথা শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘূর্ণি ঝড়ে কতটা তীব্র হতে পারে এবং কোথায় আছড়ে পড়তে পারে সেই বিষয়টি এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।
কবে, কোথায় আছড়ে পড়বে সিতরাং
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনাচ্ছে। সেটি আন্দামান সাগরে পৌঁছে ২৩ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পরে সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ২৪ তারিখ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর পরে ২৫ তারিখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে । তবে তখনও তা সমুদ্রেই থাকবে, উপকূল স্পর্শ করবে না। ফলে কখন, কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: Liz Truss Resigns: “কথা রাখতে পারিনি!”, শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ ব্রিটেন প্রধানমন্ত্রীর
সিতরাংকে নিয়ে এখনই ভয়ের কোনও কারণ না থাকলেও মৎসজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। আগামী ২৩ অক্টোবর সকাল থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গেছেন তাঁদেরও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণের জেলাগুলিকে সতর্কবার্তা
সিতরাং-এর বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দিল্লি থেকে আমাদের কাছে এই নিয়ে জানতে চেয়ে ফোন এসেছিল। আমরা সব ব্যবস্থা করেছি। কন্ট্রোল রুম থেকে সব নিয়ন্ত্রণ করা হবে। যদিও প্রতিবারই আমাদের কন্ট্রোলরুম থাকে। বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করে বলেছে, আবহাওয়া দফতরের সতর্কতা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply