দেউচা-পাঁচামি প্রকল্পে ২৩৮ জন জমিদাতাদের চাকরির নিয়োগপত্র দিলেন ফিরহাদ

নিউজ ডেস্ক: দীপাবলির আগেই দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পে জমিদাতাদের বড় উপহার রাজ্য সরকারের। প্রতিশ্রুতি অনুযায়ী, দ্বিতীয় ধাপে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে জমিদাতাদের হাতে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী ২৩৮ জনকে গ্রুপ ডি পদে চাকরি দিয়েছেন। এছাড়াও ৫৪ জন নাবালক জমিদাতাকে দেওয়া হয়েছে মাসিক ভাতা। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া বীরভূমে।

মহম্মদবাজারের দেউচা-পাঁচামি এলাকাকে এশিয়ার বৃহত্তম কয়লা খনি হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। এরই মধ্যে শনিবার সিউড়ির মঞ্চ থেকে জমিদাতাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। ২৩৮ জনকে গ্রুপ ডি পদের নিয়োগপত্র দিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, যেসব জমিদাতাদের এখনও ১৮ বছর হয়নি তাঁদের এক বছরের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে।

শনিবারের এই অনুষ্ঠানে সিঙ্গুরের প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘সিঙ্গুরের সঙ্গে দেউচা-পাঁচামির এটাই পার্থক্য। জোর করে কারও থেকে জমি নয় বরং সুবিধাজনক প্যাকেজ দিয়ে ইচ্ছুক ব্যক্তিদের থেকেই জমি নিয়ে শিল্প তৈরি হচ্ছে এখানে। আর সিঙ্গুরে জোর করে চাষিদের থেকে জমি কাড়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রতিবাদ করেছিলেন।’ বিরোধীদের নিশানা করে তিনি আরও জানিয়েছেন, দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা।

আরও পড়ুন : স্বস্তিতে জ্যাকলিন, ২১৫ কোটি টাকার প্রতারণা মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *