স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে রান তাড়া করে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে । শেষ বলে ফয়সালা হয়েছিল। পাকিস্তানের দ্বিতীয় ম্যাচেও শেষ বলে ফয়সালা হল। আবার সেই শেষ বলে ১ রানে হারতে হল। আর তাতেই বেড়ে গেছে পাক দলের বেজায় বিপদ। টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল খেলার ভাগ্য অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে বাবর- আজমদের। পার্থে অপটাস স্টেডিয়ামে জিম্বাবোয়ের দুরন্ত জয়ের পরেই সেমিফাইনালের হিসেব-নিকেশ নিয়ে অঙ্ক কষে চলেছেন সকলে।
আসুন আমরাও কষে দেখি পাক দল কোন রাস্তা ধরে শেষ চারে পৌঁছতে পারে। এখন গ্রুপ-টু’র যা অবস্থা পাকিস্তানকে ৫ টি অঙ্ক মিলিয়ে চলতে হবে।
১. এই গ্রুপের বাকি তিনটে ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে।
২. শুধু তিনটে ম্যাচ জিতলেই হবে না। বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেট আরও ভালো হতে থাকে।
৩. গ্রুপের বাকি ম্যাচের দিকেও তাঁদের নজর রাখতে হবে। দক্ষিণ আফ্রিকাকে যেমন হারাতে হবে, তেমনই পাকিস্তান চাইবে, ভারত যেন প্রোটিয়াজদের আগামী রবিবার হারিয়ে দেয়।
৪. জিম্বাবোয়েকে শেষ তিন ম্যাচের (প্রতিপক্ষ ভারত, প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং প্রতিপক্ষ বাংলাদেশ) মধ্যে অন্তত দুটো ম্যাচে হারতে হবে।
৫. পাকিস্তান এখন চাইবে বাংলাদেশ যেন বাকি ম্যাচ গুলোর মধ্যে একটি ম্যাচে অন্তত হারে।
দুই ম্যাচের পর যা পরিস্থিতি তাতে এখন ভালো ফর্মে নেই পাকিস্তান। পাক দলের মনোবল যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে , তা নিয়ে সন্দেহ নেই। বাকি তিনটি ম্যাচ জিততে নিজেদের নিংড়ে দিতে হবে বাবর – শাহিনদের। শুনতে অদ্ভুত হলেও ভারতের ফর্মেরও পাকিস্তানের ভাগ্য গড়ে গড়ে দিতে পারে। ভারত যেভাবে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে তাতে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট কোহলি-রোহিতরাই। রবিবার প্রোটিয়াজ ম্যাচে পাকিস্তান শিবিরের পূর্ণ সমর্থন থাকবে ভারতের পক্ষেই।
সুপার-১২ পর্বের বাকি সূচি:
অক্টোবর ৩০- বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস বনাম পাকিস্তান, ভারত বনাম দক্ষিণ আফ্রিকানভেম্বর ২– জিম্বাবোয়ে বনাম নেদারল্যান্ডস, ভারত বনাম বাংলাদেশনভেম্বর ৩– পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকানভেম্বর ৬- দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস, পাকিস্তান বনাম বাংলাদেশ, ভারত বনাম জিম্বাবোয়ে।
Leave a Reply