Nasa captured smiling sun: সূর্যের হাসির ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়, কেন হাসছে সূর্য ? কী বলছেন বিজ্ঞানীরা ? জানুন

নিউজ ডেস্ক: সূয্যিমামার হাসি। গালে পড়েছে টোল। অদ্ভুত একছবি ধরা পড়ল নাসার সোলার ডায়নামিক অবজারভেটরিতে। তবে এই হাসি এনে দিতে পারে পৃথিবীবাসীর চোখে জল। এমনটাই ধারণা নাসার বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুমান করেছেন যে এই হাসির মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদের অশনি সংকেত।

কী এই অশনি সংকেত?

বিজ্ঞানীদের দাবি, ছবিতে দেখা সূর্যপৃষ্ঠের উপর ওই কালো অঞ্চলগুলি থেকেই বেরিয়ে আস্তে চলেছে অত্যন্ত শক্তিশালী সৌর ঝড়। এমনকি বিজ্ঞানীরা অনুমান করছেন, ২৮-২৯ অক্টোবর পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে একটি সৌর ঝড়। সূর্যের বুকে যে কালো গর্তগুলো দেখা যাচ্ছে, সেগুলি আসলে করোনাল হোল।

কী প্রভাব পড়বে পৃথিবীর ওপর:

সৌরঝড় নিয়ে বাড়তে পারে আশঙ্কা। বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড় যদি পৃথিবীর উপর আছড়ে পড়ে তাহলে একাধিক ক্ষতি হতে পারে। এমনকি এই ধরনের সৌরঝড়ের ফলে পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। শুধু তাই নয়, রেডিও পরিষেবা, জিপিএস পরিষেবা, মোবাইল পরিষেবা-সহ ইন্টারনেট পরিষেবাও বিঘ্ন হতে পারে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: `এক দেশ, এক ইউনিফর্ম’! জাতীয় ঐক্যের স্বার্থে পুলিশের ইউনিফর্ম বৈষম্য কাটাতে তৎপর কেন্দ্র