UGC : অনলাইন পিএইচডি ডিগ্রি বিলি নিয়ে কড়া হচ্ছে, নোটিস জারি

নিউজ ডেস্ক: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ( ইউ জি সি) সাবধান করে দিল দেশের ছাত্রছাত্রীদের। বিজ্ঞাপনের প্রলোভনে যেন অনলাইনে পিএইচডি করার রাস্তায় না হাঁটে। বলা হয়েছে , দেশের বিভিন্ন এডু-টেক কোম্পানি বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ডিগ্রি দেওয়ার ফাঁদ পেতেছে। এগুলো কোনোটাই ইউজিসি’র অনুমোদিত নয়।

দেশের উচ্চ শিক্ষা বিষয়ক দপ্তর শুক্রবারই একটি জনসাধারণের জন্য একটি নোটিশ টুইট করে। তাতে বলা হয়েছে, উচ্চ শিক্ষা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে ইউ জি সি-র গাইড লাইন মেনে চলতে হবে। অন্যথায় পিএইচডি করলেও তা বৈধ হবে না। জানিয়ে দেওয়া হয়েছে অনলাইন পিএইচডি পদ্ধতিকে কোনও বৈধতা কোনোদিনই দেয়নি ইউ জি সি।

যে সব ছাত্র ছাত্রীরা এই ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষা নিতে চায়, তাদের খুব ভালো করে যাচাই করতে বলা হয়েছে – ইউ জি সি’র গাইড লাইন মেনে ( ২০১৬ সালের নিয়ম অনুযায়ী) সেই পাঠক্রম হচ্ছে কিনা। প্রাক্তন গবেষকরা আবেদন জানিয়েছে ইউ জি সি’র পি এইচ ডি’র সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।

এই নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, ” পি এইচ ডি ডিগ্রি দিতে গেলে সঠিক মান বজায় রাখতে হবে। ইউ জি সি রেগুলেশন ২০১৬ মেনে চলতে হবে। এম ফিল করার ক্ষেত্রে একই নিয়ম মানতে হবে। ” গত এপ্রিল মাসে ইউ জি সি ডুয়াল ডিগ্রির( জোড়া ডিগ্রি) জন্য একটি গাইড লাইন এনেছে। ছাত্রছাত্রীরা একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে করতে পারবে। কিন্তু পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে নাকি কোনও গাইড লাইন মানা হচ্ছে না।