কেন্দ্রীয় বাহিনী: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ। বিশাল শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। BSF / CISF / CRPF / SSB / ITBP / AR / SSF এ কনস্টেবল (জেনারেল ডিউটি) ও রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – ২৪৩৬৯ টি

পদের নাম : •কনস্টেবল (জেনারেল ডিউটি)
•রাইফেলম্যান (জেনারেল ডিউটি)

বাহিনী অনুযায়ী শূন্যপদ : বিএসএফ – ১০৪৯৭ টি
সিআইএসএফ – ১০০ টি
সিআরপিএফ – ৮৯১১ টি
এসএসবি – ১২৮৪ টি
আইটিবিপি – ১৬১৩ টি
এআর – ১৬৯৭ টি
এসএসএফ – ১০৩ টি

শিক্ষাগত যোগ্যতা : •মাধ্যমিক পাশ

বয়স : ০১.০১.২০২৩ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

আবেদনের পদ্ধতি : https://www.ssc.nic.in/ ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। নিজের নাম ও মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে, Apply Online -এ ক্লিক করে, সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের শেষ দিন : ৩০ নভেম্বর, ২০২২

চাকরির বিষয়ে বিস্তারিত জানতে https://www.ssc.nic.in/ এই ওয়েবসাইট ভিজিট করুন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *