নিউজ ডেস্ক : সরকারি হাসপাতালে ফের আত্মহত্যা! আর জি কর হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার মৃতের দেহ। মৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা,যিনি আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর আত্মহত্যায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা দিকে আঙ্গুল তোলা হচ্ছে। হাসপাতালে থাকার পরেও কি ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে,জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্যক্তির নাম ছিল রামচন্দ্র মণ্ডল,বয়স পঞ্চান্ন। তিনি ৩০ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল ৭টা নাগাদ নিউরো মেডিসিন বিভাগের রোগীরা শৌচাগারে গিয়ে হতবাক। শৌচাগারের দরজা খুলতেই চোখে পড়ল ঝুলন্ত দেহ। বাথরুমের ভিতর ঝুলছে পঞ্চান্ন বছরের সেই রোগী। হঠাৎ কি ভাবে ঘটল এই ঘটনা ?
এরপরই হাসপাতাল কর্মীদের কানে পৌঁছায় খবর। হাসপাতাল কর্মীরাই এরপর পুলিশকেও বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করেন। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য গিয়েছে। রোগীর পরিবারকেও জানান হয়েছে এই খবর। পুলিশ তদন্তের জন্য মৃতের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বার্তা চালাচ্ছেন।
আরও পড়ুন : মৃত্যুর শংসাপত্র লেখা নিয়ে এসএসকেএম হাসপাতালে ধুন্ধুমার, মারধর চিকিৎসকদের
হালপাতালের তরফে জানান হয়েছে, এটি একটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি তা এখনও স্পষ্ট নয় কারোর কাছেই। পুলিশের অনুমান, শারীরিক অসুস্থতার কারনে মানসিক অবসাদে ভুগছিলেন ওই রোগী। তাই হয়ত আত্মহত্যা করেছেন তিনি। তবে রোগীর আত্মহত্যার কারনে আরও একবার প্রশ্নের মুখে পড়ছে হাসপাতাল।
আরও পড়ুন : এস.এস.কে.এম-এ চিকিৎসক নিগ্রহে, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
Leave a Reply