Nifty outlook: দালাল স্ট্রিট এ স্বস্তির নিঃশ্বাস

সৃষ্টি ধর ঘোষ: ভারতীয় শেয়ার বাজার এ ফিড়ে এলো সবুজ রং। অনেক দিন পরে শেয়ার বাজার সবুজ এ বন্ধ হলো। আজ 04-10-2022 major index Nifty প্রায় 400 পয়েন্ট এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়। শুরু হলো short covering rally, বাজার এর ভাষায় আমরা বলি pullback rally। একদম ঠিক ভারতীয় শেয়ার বাজার সহ বিশ্ব শেয়ার বাজার বর্তমান down trend এ রয়েছে আজ এই down trend এর pullback rally শুরু হয় বিশ্ব বাজার সহ ভারতীয় শেয়ার বাজার এ।

এই সময় নতুন buying এড়িয়ে যাওয়া উচিত,যারা already বাজার এ higher price এ buy করে ফেলেছেন বিশেষ করে index এ এবং future contract এ তাদের উদ্যেশে বলছি একবার দাম পেলে বা দামের কাছাকাছি পেলে একবার long position থেকে বেরিয়ে আসুন। সবে মাত্র একদিন হলো pullback rally শুরু হয়েছে হয়তো আরো এক দু দিন চলবে,যেখানে rally শেষ হয়ে বাজার আবার নিচের দিকে আসতে থাকবে সেখানে selling এর সুযোগ খোঁজা উচিত।


Nifty Auto index,Banknifty এবং Nifty financial sector খুব এ দুর্বল আছে এই সমস্ত sector গুলোতে selling এর সুযোগ খুঁজতে পারেন trader রা।

DISCLAIMER :
www.ChartTrading.In is an educational website for traders and investors. This update is an
information service only .The author shall not be liable for any loss or profit or any other
commercial damages, including but not limited to special, incidental, consequential, or other
damages.
S. D. Ghosh
www.charttrading.in


শেয়ার বাজার নিয়ে এই মতামত লেখকের নিজস্ব। ইউএন লাইভ নিউজের
নয়। লগ্নিকারিদের প্রতি অনুরোধ তারা যেন সব তথ্য জাচাই করেই লগ্নি
করেন