ইউ এন লাইভ নিউজ: বাংলাদেশি সংসদ সদস্য হত্যার ঘটনায় এবার একটি অ্যাপ ক্যাব চালক এখন সিআইডির নজরে রয়েছে। সূত্রের খবর, তদন্তের সূত্রেই ওই চালককে তলব করা হয়েছিল। ঘটনার স্পষ্ট ধারণা পেতেই বৃহস্পতিবার সিআইডি গোয়েন্দারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
বালাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। শুরুতে কলকাতায় এসে বরানগরের এক বন্ধুর ফ্ল্যাটে থাকছিলেন তিনি তবে দিন দুয়েক পর ফ্ল্যাট থেকে বেরোন আনোয়ারুল কিন্তু আর ফিরে আসেনি। তার বন্ধু গোপাল বিশ্বাস আনোয়ারুলের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় ডায়েরিও করেন। অভিযোগের পরে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তদন্ত শুরু করে, যদিও পরে সেই তদন্ত ভার গিয়ে পরে সিআইডির উপর।
বাংলাদেশ সংসদ হত্যার তদন্তের সময়, স্থানীয় পুলিশ নিউ টাউনে একটি ফ্ল্যাটের খোঁজ পায় যেখানে আনোয়ারুল ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফ্ল্যাটে চাপ চাপ রক্তের দাগ দেখতে পাওয়া যায়, যেখান থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। তদন্তের দায়িত্ব নেওয়ার পর বুধবার ফ্ল্যাট পরিদর্শন করেন সিআইডি আইজি অখিলেশ চতুর্বেদী। তিনি বলেছেন, ‘‘গত ১৮ তারিখে একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছিল। তার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি এসআইটি গঠন করে। তদন্ত করতে গিয়েই আমরা এই ফ্ল্যাটের খোঁজ পাই।’’
আনোয়ারুল ওই ফ্ল্যাটেই ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের। তিনি কীভাবে সেখানে পৌঁছলেন তা বোঝার জন্য তারা এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করে। তাঁরা জানতে পারেন, আনোয়ারুল বরানগর থেকে একটি গাড়িতে করে নিউ টাউনের ওই বাড়িতে যান। ইতিমধ্যেই ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বাসভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে একটি অ্যাপ ক্যাবের সন্ধান পান তদন্তকারী দল। ফুটেজে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আবাসন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তথ্য সংগ্রহ করতে সিআইডি অ্যাপ ক্যাব চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যাত্রীরা কারা ছিল? কখন ক্যাব ভাড়া করা হয়েছিল? যাত্রীদের কোথায় নামানো হয়েছিল? গাড়িতে বসে তারা কী আলোচনা করেছিল?এবং তাদের সঙ্গে কী কী ছিল সেই সব কিছুর খোঁজে ছিল সিআইডি। তবে আনোয়ারুলের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
Leave a Reply