ইউ এন লাইভ নিউজ ডেস্ক: নদিয়ার তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিপুল ভোট জয়ে লাভ করলো সিপিএম। ৪৪ টি আসন দখল করে বামপ্রার্থীরা জয়ী হলেন এই ভোটে। এই সমবায়ে ভোটে তৃণমূল পায় ৬ টি আসন। এই কৃষি সমবায় ভোটের নির্দেশ আসে সোজাসুজি হাইকোর্ট থেকে। অ্যাডহক কমিটি ভেঙে গত রবিবার অর্থাৎ ২৭ আগস্ট এই সমবায়ে কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়।
তাহেরপুর পুরসভার নির্বাচন, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পর আবার নাটানা সমবায় কৃষি উন্নয়নে জয় হাসিল করলো সিপিম। বিরোধী দল তৃণমূল থাকলেও কোনোভাবেই তৃণমূলকে ধরে কাছেও ঘেঁষতে দেয়নি সিপিএম নেতারা। ৪৪টি আসনে ছিল বিজয়ী দল এবং ৬ টি আসন ছিল তৃণমূলের অধীনে।
১৯৬০ টি ২০২১ পর্যন্ত একচেটিয়া বামেদের দখলেই ছিল এই সমবায় সমিতি। পরে নির্বাচন না করেই অ্যাডহক কমিটি গড়ে তোলে তৃণমূল। কিন্তু হাইকোর্ট সেই কমিটি ভেঙে ফেরার নির্বাচনের আদেশ দেয়। এই সমিতিতে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২৪১ জন। তার মধ্যে ৪৪ টি আসনই পায়ে সিপিএম র ৬টি আসন আসে তৃণমূলের দখলে। প্রসঙ্গত উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে যেমন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেন বামেরা তেমনই ধূপগুড়ি নির্বাচনে বাম প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেসরা।