নিউজ ডেস্ক: দেশে ভয়াবহ হয়ে উঠছে খাদ্য সঙ্কট। সরকারি দোকান থেকে ভর্তুকি দেওয়া আটা কিনতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের মিরপুর খাসে।
মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানে অর্থনীতি। দেশে গমের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বাজারে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে আটার বস্তা। প্রশাসন সূত্রে খবর, আটার কল এবং পাকিস্তানের খাদ্য দফতরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকেও কমছে গমের জোগান। সেই কারণে সরকারি দোকান থেকে ভর্তুকিযুক্ত গমের বস্তা কেনার জন্য লাইন দিচ্ছেন সাধারণ মানুষ।
মিরপুরের খাসেই যে শুধু এই খাদ্যাভাব তৈরি হয়েছে এমন নয়, প্রতিবেশি দেশ পাকিস্তানের সব জায়গাতেই একই রকম ছবি চোখে পড়ছে। লাহোরে ১৫ কেজি আটার ব্যাগ বিকোচ্ছে ২,০৫০ টাকায়। গত দু’সপ্তাহে ১৫ কেজি আটার দাম ৩০০ টাকা বেড়েছে লাহরে।
জানা গিয়েছে, এই প্রথম পাকিস্তানে ২০ কেজি আটার বস্তার দাম হয়েছে ৩,০০০ টাকা। করাচিতেও এক কেজি আটার দাম ১৫০ টাকা। গত কয়েক সপ্তাহে সেখানে ২০ কেজি আটার বস্তার দাম বেড়েছে ৪০০ টাকা। হায়দরাবাদে ২০ কেজি আটার বস্তার দাম ২,৮৮০ টাকা, পেশোয়ারে ২,৬৫০ টাকা।
পঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদে সরকারি দোকানে ভর্তুকি দিয়ে এক বস্তা আটার দাম ১,২৯৫ টাকা। খাইবার পাখতুনখোয়ায় খোলা বাজারে এক বস্তা আটার দাম ৩,১০০ টাকা। সেখানে সরকারি দোকানে এক বস্তা আটার দাম ১,২০০ টাকা। সেই আটা কিনতেই ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে পাকিস্তানবাসীরা।
Leave a Reply