অনলাইন অর্ডার : যেভাবে হাতে আসছে দেখুন ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে দিনদিন বাড়ছে আমজনতার  অনলাইন কেনাকাটা।ফ্লিপকার্ট, আমাজন, মিন্ত্রা, মিশোর মত অনলাইন শপিং অ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বাড়িতে বসে মোবাইলে অর্ডার করলেই ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে আপনার প্রিয় পণ্য।

অর্ডার করা থেকে আপনার কাছে নির্দিষ্ট সামগ্রী পৌঁছে যাওয়ার মাঝে আছে  অনেক ধাপ। সে সব পার করে তবেই আপনার হাতে আসছে অর্ডার দেওয়া  জিনিষ।

পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন Unlive.in এর Facebook link : https://www.facebook.com/reel/445987487497441

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অনলাইন শপিং অ্যাপ গুলোর পার্সেল,ডেলিভারি করার নিয়ম। চার পাঁচ জন মানুষ মিলে ট্রেন থেকে পার্সেল গুলো ছুঁড়ে ফেলে দেয় প্ল্যাটফর্মে। ট্রেনের কামরা আর প্ল্যাটফর্মের দূরত্ব কল্পনা করলে, সহজেই বোঝা যায় ছুঁড়ে  ছুঁড়ে ফেলায় পার্সেল গুলোর কী অবস্থা হতে পারে। প্ল্যাটফর্ম থেকে সেই পার্সেল আবার নিয়ে তোলা হয় গাড়িতে। সেখানেও চলে আরেক দফা ছোঁড়াছুঁড়ি।

আরও পড়ুন : আরও পড়ুন : কেষ্ট নেই, বীরভূমে কর্মীদের চাঙ্গা করতে সেপ্টেম্বরেই সভা করবেন মমতা

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে শোরগোল। অনলাইন ডেলিভারির ব্যবস্থা চোখে দেখার পর আরও বেশি চিন্তায় থাকবেন গ্রাহকরা। চিন্তা একটাই, অর্ডার দেওয়া জিনিষপত্র অক্ষত অবস্থায়  হাতে পৌঁছবে তো ?