নিউজ ডেস্ক: যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালত ব্যবস্থা নেবে। একথা আগেই জানিয়ে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এসএসসি সংক্রান্ত একটি শুনানি চলার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, কেন এখনও পদত্যাগ করেনি অযোগ্য শিক্ষকরা।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়ে জানতে চান, সময় পেরিয়ে গেলেও ওই অযোগ্য শিক্ষকরা কেন এখনও পদত্যাগ করেনি? ওই শিক্ষকরা পদত্যাগ না করলে এবার আদালত ব্যবস্থা নেবে।
এসএসসি পরীক্ষায় অনেকেই সাদা খাতা জমা দিয়ে বা দু-একটা প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। চলতি মাসের ৮ তারিখের মধ্যে সেইসব শিক্ষককে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: অখিল মন্তব্যের পাল্টা শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছে তৃণমূল
কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সেই সব শিক্ষকরা পদত্যাগ করেননি বলে জানা গেছে। তারপরেই কড়া ভাষায় বিচারপতি বলেন, ওই শিক্ষকেরা পদত্যাগ না করলে এ বার আদালত ব্যবস্থা নেবে।
Leave a Reply