অবাধ ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোটের বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এখনো পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দলই। তবে পঞ্চায়েত নির্বাচন কতটা অবাধ ও শান্তিপূর্ণ হবে সেই নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্যের বিরোধী দলগুলি। এর মধ্যেই এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “পঞ্চায়েত হবে মানুষের। সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”একই সঙ্গে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতায় জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আলিপুর দুয়ারের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছেন। এর আগেও একাধিকবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, প্রয়োজনে তিনি দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন করাবেন। এবার সরাসরি অবাধ, শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেন তিনি। উল্লেখ্য, রাজ্য প্রশাসনের অংশ না হয়েও অভিষেকের এই প্রতিশ্রুতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।