চোখের সফল অস্ত্রোপচার, কালীপুজোর সকালেই দেশে ফিরলেন অভিষেক

নিউজ ডেস্ক: দীপাবলিতেই ঘরে ফিরলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অস্ত্রোপচার সেরে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছান
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৫ দিন পর দেশে ফিরতেই, দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক।

আমেরিকায় চোখের অস্ত্রপচারের পর কালীপুজোর দিন সকাল ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দলীয় কর্মীদের হাতজোড় করে প্রণাম করে, কুশল বিনিময় করেন তিনি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে দেখা যায়নি তাঁকে।

৬ বছর ধরে চোখের সমস্যায় ভুগছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মীসভা থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। এই দুর্ঘটনায় বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় তাঁর।

বহু চিকিৎসা, অস্ত্রোপচারের পরেও সমস্যার সমাধান হয়নি। এরপরই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষায় দু’টি সমস্যা ধরা পড়ে। ১২ অক্টোবর হয় অস্ত্রোপচার। ১৯ তারিখ পর্যন্ত শল্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর, চোখের অবস্থা ভালো থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন : শত্রুদের হুঙ্কার দিয়ে কার্গিলে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদির