Abhishek Banerjee eye condition: “অভিষেকের চোখের অবস্থা দেখুন!”, বিরোধীদের সমালোচনার জবাবে টুইট কুণালের

নিউজ ডেস্ক: পুজোর মধ্যেই দেশের বাইরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেছেন চোখের চিকিৎসার জন্য। গত পরশু তাঁর বাঁ চোখে চলেছে দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচার। এই নিয়ে দ্বিতীয়বার। এদিকে তাঁর এই শারীরিক দুরাবস্থায়ও বাদ পড়েনি বিরোধীদের সমালোচনা। বিজেপির অনেকেই প্রশ্ন তোলেন, কী এমন অপারেশন যে এত দিন ধরে বিদেশে থাকতে হচ্ছে! শনিবার তাঁদের উদ্দেশে টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

অভিষেকের চোখের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখের মণি বাদে চারপাশে লাল হয়ে রয়েছে। নীচের অংশে ক্ষতটা যেন আরও দগদগে। ভয়াবহ অবস্থা। আজ সকালে অভিষেকের চোখের অবস্থা নিয়ে বিরোধীদের সমালোচনা করে কুণাল লেখেন, ‘যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিক মনোভাব দেখিয়েছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত। তাঁরা অমানবিক অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করি।’

আরও পড়ুন: কালীপুজোর আগেই ধামাকা, ৮৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি পাচার আটকালো পুলিশ!

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার সময়ে হুগলির সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের কনভয়। তাতেই অভিষেকের চোখ ক্ষতিগ্রস্থ হয়েছিল। নীচের অংশের হাঁড় ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। সেই থেকে বাঁ চোখের সমস্যা নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে একাধিক জায়গায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন। তিনি বেশ কয়েকবার দুবাইয়েও গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য।

আরও পড়ুন: গুজরাটে ভোটের দিন ঘোষণাও হল না, বাড়লও না দুধের দাম