আরও একবার মানবিকতার নিদর্শন অভিষেকের, জানেন কী করেলেন!

নিউজ ডেস্ক: ভাতারে অভিষেকের রোড শো চলাকালীনই ঝড়বৃষ্টি শুরু হয়। কোনওরকমে ভাতারের কর্মসূচি শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন মঙ্গলকোটের দিকে। সেখানেই ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। কিন্তু প্রবল ঝড়ে ভাতারবাজার ও ভুমশোর গ্রামের মাঝামাঝি জায়গায় আটকে যায় অভিষেকের কনভয়। মাঝরাস্তাতেই আটকে পরেন তিনি।

এদিকে ভাতারবাজার পেরিয়ে রাস্তার পাশে অভিষেক যখন দাঁড়িয়ে, তখন দেখা যায় ওই দুর্যোগেই সত্তরোর্ধ্ব এক রোগীকে নিয়ে বাইকে অপেক্ষারত এক যুবক। ঝড়বৃষ্টির কারণে তাঁরাও আটকে গেছেন। জানা যায়, বৃদ্ধ দ্বিজপদ ব্যানার্জির ডায়ালিসিস চলছে। হাসপাতাল থেকে ছেলের বাইকে বাড়ি ফিরছিলেন। ঝড়বৃষ্টির কারণে আটকে পড়ে রীতিমতো কাঁপছিলেন ওই প্রবীণ। কিন্তু অসুস্থ বাবাকে নিয়ে কিছু করার ছিল না ওই যুবকের।

কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রোগীর অস্বস্তি ও কষ্ট দেখে সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের অসুস্থ ওই বৃদ্ধকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ কনভয়ের একটি গাড়িতে করে ওই বৃদ্ধকে মঙ্গলকোটে তাঁর বাড়িতে পৌঁছে দেয়। বৃদ্ধ ও তাঁর ছেলে এই ঘটনায় আপ্লুত।