নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে আক্রমণের অভিযোগে পুলিশ কুড়মি সমাজ সংগঠনের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতেকে গ্রেপ্তার করেছে। ডিএ আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন রাজেশ। কো-অর্ডিনেশন কমিটির ডাকা বন্ধে স্কুলে অনুপস্থিত ছিলেন বলেও অভিযোগ। এরপরই শনিবার তাঁকে বদলি করা হয়েছে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতে।
মন্ত্রী-বিধায়কদের কনভয়ে হামলার অভিযোগে শনিবারই পুলিশ একটি কুড়মি সংগঠনের রাজ্য সভাপতি-সহ সাতজনকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে অনুপ মাহাত, অজিত মাহাত, অমিত মাহাত ও মনপীত মাহাতকে এদিনই আদালতে পেশ করে বিচারকের নির্দেশ মেনে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
দিনভর তল্লাশি শেষে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ সংগঠনের রাজ্য সম্পাদক রাজেশ মাহাত, রাকেশ মাহাত ও শিবাজি মাহাত-সহ আরও কয়েকজনকে নয়াগ্রাম থেকে পুলিশ আটক করে। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য শনিবার দুপুরে বলেন, ‘‘হামলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে হামলায় জড়িত অন্যদেরও সন্ধান চলছে।’’ রবিবার সকালে রাজেশ মাহাতোকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply