নিউজ ডেস্ক: শনিবার মেঘালয়ের খাসি পাহাড়ে নির্বাচনী প্রচারে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মেঘালয়বাসীর ভাষার জন্য লড়াই করার বার্তা দিয়েছেন।
শনিবার খাসি পাহাড়ে নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কম্যাণ্ড বলেন, খাসি-গারো ভাষাকে সংবিধানের অষ্টম অনুচ্ছেদের অন্তর্ভুক্ত করতে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে তৃণমূল। এতদিন মেঘালয়ের মানুষের মাতৃভাষা খাসি ও গারোকে রাষ্ট্রীয় মর্যাদার দেওয়ার দাবি এখানকার কোনও সাংসদ তোলেনি। কিন্তু আমরা সংসদে একাধিকবার এই দাবিতে সরব হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি। ক্ষমতায় এলে মেঘালয়ের খাসি-গারো ভাষাকে সংবিধানের অষ্টম অনুচ্ছেদের অন্তর্ভুক্ত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে তৃণমূল।’
এদিন এনপিপি সরকারকে তোপ দেগে অভিষেক বলেন, ‘গোটা দেশের মধ্যে মেঘালয় এমন একটি রাজ্য যেখানে কোনও মেডিকেল কলেজ নেই।’ পাশাপাশি বাংলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘শুনলে খুশি হবেন বাংলায় ২৩ জেলা, এবং ২৩ টি মেডিকেল কলেজ। এখানে ১২ জেলা প্রতিটি জেলায় অন্তত একটা মেডিকেল কলেজ হওয়া উচিত।’
Leave a Reply