Abhishek Banerjee: ‘ফুলটস দিচ্ছি! করে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব’, নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন বসিরহাটকে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কত ভোটে বিপক্ষকে হারাতে হবে, তার লক্ষ্যমাত্রাও ঠিক করে দিলেন তিনি। একইসঙ্গে জানালেন ডায়মন্ড হারবারে নিজে কত ভোটে জিতবেন।

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যে সব পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষজন পেয়ে যাবেন আবাসের টাকা। এমনকী, কতদিনের মধ্যে সেই টাকা দেওয়া হবে, সেটাও ধার্য করে দিয়েছেন অভিষেক।

বুধবার বসিরহাটের সভা থেকে আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন অভিষেক। তিনি উল্লেখ করেন, ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে সংখ্যাটা ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে প্রথম ইন্সটলমেন্টের (কিস্তি) ব্যবস্থা ৩১ ডিসেম্বরের মধ্যে করব কথা দিচ্ছি।

বাংলায় সাত দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বসিরহাটের সভা থেকে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে অভিষেক বলেন, “গতবারে আট দফায় ভোট করেছিল। সেবারে অজুহাত ছিল কোভিড। এবারেও সাত দফায় ভোট করছে বাংলায়। অথচ কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যে একদফায় ভোট হচ্ছে। গতবারে আট দফায় ভোট করেও বাংলায় গোহারান হেরেছিল, এবারেও তাই হবে।”

অভিষেকের কথায়, “এই ভোট শুধু কেন্দ্রের সরকার নির্বাচনের ভোট নয়, বিরোধীদের বাংলা থেকে সমূলে উৎখাত করার ভোট। এই ভোট বঞ্চনার প্রতিবাদ জানানোর ভোট।”

যদিও এ দিনের সভা থেকে সন্দেশখালি নিয়ে খুব বেশি সময় ব্যয় করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে মনে করিয়ে দিয়েছেন, ইডি অথবা সিবিআই নয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশই৷ অভিযোগ উঠলবে তৃণমূল দলের নেতাদেরও রেয়াত করে না, এমনও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

এ দিনও অভিষেকের গলায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে নতুন চ্যালেঞ্জের সুর শোনা গিয়েছে৷ কয়েক দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে৷ অভিষেক এ দিন পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, ‘আজ আবার চ্যালেঞ্জ দিচ্ছি। ১৭ রাজ্যে বিজেপি সরকার আছে। একটা রাজ্যে তিন হাজার করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাও। ফুলটস দিচ্ছি। করে দেখাও, পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’