ব্যালট নিয়ে গুজবে কান না দেওয়ার পরমার্শ অভিষেকের

নিউজ ডেস্ক: অভিষেকের জনসংযোগ যাত্রায় ব্যালট পেপার নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে বলে অভিযোগ উঠছিল একাধিক জেলা থেকে। এমনকী, ব্যালটে ভোটের কোনও গুরুত্ব নেই বলেও দাবি করছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে সেই বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক জানিয়েছেন, কিছু স্বার্থান্বেষী মানুষ ব্যালটে ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে। সেই সব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জনসংযোগ যাত্রায় উত্তরের একাধিক জেলায় সভা করছেন অভিষেক। সারছেন জনসংযোগ। দলের তৃণমূল স্তরের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন তিনি। সেখানেই গোপন ব্যালটে পঞ্চায়েত ভোটের প্রার্থীদের নাম বাছাইয়ের কাজ চলছে। প্রার্থীদের নাম জানাতে পারছে নিচুস্তরের নেতা-কর্মী থেকে আমজনতা। কিন্তু সেই ব্যালট নিয়ে একাধিক ‘গুজব’ ছড়িয়েছে।

জনসংযোগ যাত্রার শুরুতেই ব্যালট বাক্স ভাঙচুর, লুঠ, ব্যালট পেপার ছেঁড়ার মতো ঘটনা ঘটেছে। সভার শেষে বিশৃঙ্খলা তৈরি হয়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে সারেন অভিষেক।

সূত্রের খবর, ব্যালট পেপারের ভোট নিয়ে যাতে গুজব না ছড়ানো হয়, তা নিয়ে সতর্ক করেন তিনি। দলীয় নেতাদের অভিষেক বলেন, “কিছু স্বার্থান্বেষী ব্যক্তি গুজব ছড়ানোর চেষ্টা করছেন ব্যালট পেপারে যাঁদের নাম রয়েছে তাঁদের অন্যান্যা নামের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু সেটা নয়।” অভিষেকের দাবি, “জনগণ এবং বুথস্তরের সভাপতিদের প্রস্তাবিত নামগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *