নিউজ ডেস্ক: ২৪ এর লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ৩৫ টা আসনের টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে ভগবানগোলায় বুথ অধিবেশন থেকে অভিষেক ৪০টা আসনের টার্গেট দিলেন।
শনিবার ভগবানগোলার বুথ অধিবেশন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন,”আগামী দিনে রাজ্যে ৪০ আসনের টার্গেট নিয়ে আমাদের ঝাঁপাতে হবে।” ভগবানগোলা থেকে অভিষেক বুঝিয়েছেন, তৃণমূলে আজ ২২ থেকে ৩৫-৪০ হলে বিজেপি বাংলার টাকা আটকে রাখার সাহস পেত না। তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে বাংলার মানুষই বঞ্চনার শিকার হবেন।
অভিষেকের কথায়,”একটা আসন কমলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু তৃণমূলের আসন কমলে বাংলার মানুষ বঞ্চিত-লাঞ্ছিত হবে। তাই আগামী দিনে আমাদের ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় তিনে তিন করতে হবে।” মুর্শিদাবাদবাসীকে অভিষেক বুঝিয়েছেন, ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে বঞ্চিত হতে হবে জনতাকে।
Leave a Reply