Abhishek Banerjee

Abhishek Banerjee: বঙ্গভঙ্গ নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক, বিধানসভায় বঙ্গভঙ্গ নিয়ে তরজা তুঙ্গে

ইউ এন লাইভ নিউজ: ফের বঙ্গভঙ্গ নিয়ে উত্তাল লোকসভা। কখনও উত্তরবঙ্গকে বাংলার মধ্যে রেখে নর্থ-ইস্টের সঙ্গে যুক্ত করা, কখনও গ্রেটার কোচবিহারকে সামনে রেখে পৃথক রাজ্য গড়া, আবার কখনও মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের তিন জেলার সঙ্গে মিশিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি, বিগত কয়েকদিনে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-বিধায়ক-সাংসদদের বিভিন্ন দাবি ঘিরে উত্তাল বঙ্গ-রাজনীতি। এমতাবস্থায় বঙ্গভঙ্গ নিয়ে ফের সুর চড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বঙ্গভঙ্গের কেউ কোনও চেষ্টা করলে তিনি যেন যেন প্রকারে তা রুখবেন। আগামী সপ্তাহে বঙ্গভঙ্গ-বিরোধী প্রস্তাবও আনা হচ্ছে রাজ্য বিধানসভায়। বঙ্গ-বিজেপি নেতৃত্ব অবশ্য বারবারই বলেছেন, তাঁরাও বাংলা ভাগের অ্যাজেন্ডার বিরুদ্ধে। তা-ই যদি হবে, তাহলে বিজেপির ওই নেতা-বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না তাঁদের দল— এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বুধবার অর্থাৎ ৩১ জুলাই দিল্লিতে সাংবাদিকদের প্রশেড় সম্মুখীন হয়ে তিনি বলেন, ‘তাহলে যাঁরা এই দাবি করছেন, বিজেপি কেন তাঁদের শো-কজ় করছে না বা কোনও ব্যবস্থা নিচ্ছে না? এগুলো সবই ওঁদের (শমীক ভট্টাচার্যদের মতো যাঁরা বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন) মুখের কথা।’ পদ্মের শীর্ষ নেতৃত্বকেও এই ইস্যুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ‘সাংসদ-বিধায়কদের দিয়ে না বলিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতারা বঙ্গভঙ্গের দাবি করুন না!’