নিউজ ডেস্ক: সারেঙ্গার পর ইন্দপুর। ওই ব্লকে তৃণমূল কংগ্রেসের তিনটি অঞ্চলে নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। গত বুধবার বাঁকুড়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাতনার কমলপুরে সাংগঠনিক বৈঠকে জেলা কমিটি, ব্লক কমিটি ও অঞ্চল কমিটির নেতাদের দলীয় দ্বন্দ্ব ঠেকাতে কড়া বার্তা দেন। অভিষেকের বার্তার পরেই টনক নড়ল শাসকদলের। নেতায় নেতায় ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ঐক্যের বার্তা দিতে এবার উঠেপড়ে লেগেছে জেলা থেকে ব্লক তৃণমূল নেতৃত্ব।
অভিষেকের কড়া বার্তার ২৪ ঘন্টার মধ্যে সারেঙ্গা ব্লকের চিলতোড় অঞ্চল তৃণমূল সভাপতি কল্যাণ মিশ্র তাঁর পদ থেকে ইস্তফা দেন। তৃণমূল সূত্রের খবর, শুধু সারেঙ্গা নয়, খাতড়া ব্লকের তিন অঞ্চল সভাপতি, ইন্দপুর ব্লকের দুই অঞ্চল সভাপতি ও সিমলাপাল ব্লকের দুই অঞ্চল সভাপতিকে সরানোর দাবি দলের অন্দরে উঠেছে। তারই প্রেক্ষিতে ইন্দপুর ব্লকের ইন্দপুর, ব্রাহ্মণডিহা ও ভেদুয়াশোল অঞ্চলে নতুন সভাপতি নিয়োগ করা হয়। তার মধ্যে ইন্দপুর অঞ্চল সভাপতি ধ্রুবপদ সাহানার মৃত্যুর জন্য এই পদটি খালি হয়েছিল। অন্যদিকে, ব্রাহ্মণডিহা ও ভেদুয়াশোল অঞ্চলের সভাপতি কে হবেন, তা নিয়ে দলের জেলা সভাপতির সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব শুরু হয়েছিল। তার জেরে ওই দুই অঞ্চলে নতুন সভাপতি হিসাবে কাউকে নিয়োগ করা হয়নি।
Leave a Reply