Brij Bhushan-Karan Singh-BJP

Loksabha Election 2024: ব্রিজ ভূষণ পুত্রের কনভয়ে দুর্ঘটনা; মৃত দুই

ইউ এন লাইভ নিউজ: ব্রিজ ভূষণ সরণ সিংয়ের পুত্র করণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত ২। মৃতদের নাম রেহান খান (১৭) আর শেহজাদ খান (২০)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোণ্ডায়।

ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তারপর তাঁকে নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর তাঁকে লোকসভার টিকিট দেয় নি বিজেপি। বদলে তাঁর পুত্র করণ সিং-কে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে পদ্ম শিবির। ছবি থেকে দেখা যাচ্ছে করণের কনভয় ধাক্কা মারে দুজনকে। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। ঘটনায় এক বৃদ্ধা সীতা দেবী (৬০) আহতও হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকা প্রচুর মানুষের ভিড় জমে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবিও করা হয়। কনভয়ের গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় করণ সিং সেই কনভয়ে ছিলেন কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওঠা মহিলা কুস্তিগীরদের শারীরিক হেনস্থা, অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের ছেলের গাড়িতে লখিমপুর খেরিতে কৃষকদের পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই অস্বস্তির সৃষ্টি করেছে। তারই মধ্যে আবার করণ সিংয়ের এই ঘটনা দেশে নির্বাচন চলাকালীন বিজেপির জন্য উত্তরপ্রদেশ তথা দেশে নতুন করে বিতর্ক এবং মুশকিল তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, “উত্তরপ্রদেশের গোণ্ডায় ব্রিজভূষণের ছেলে করণ সিংয়ের কনভয়ের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু। একজন গুরুতরভাবে আহত। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলেও, বিজেপি তাঁর ছেলেকে প্রার্থী করেছে। এবার তাঁর ছেলে নিরীহ মানুষকে গাড়ি চাপা দিয়ে মারছে। বিজেপি নেতাদের হাত মানুষের রক্তে রাঙা।” তৃণমূলের তরফে নিজেদের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডলে লেখা হয়েছে, “যেমন বাবা, তেমন ছেলে। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করা কুখ্যাত ব্রিজ ভূষণ শরণ সিং নিজের ব্যাটন তুলে দিয়েছেন পরবর্তী প্রজন্মের হাতে। তাঁর ছেলে করণ সিং বিজেপির কাইজারগঞ্জের প্রার্থী হওয়ার পর আরও একধাপ এগিয়ে গিয়েছেন দুজন নিরীহ মানুষকে হত্যা করে। এর দ্বারাই প্রমাণ হয়, মোদীর পরিবারের সদস্যরা অপরাধী।”