RG Kar

RG Kar: আদালতের পর্যবেক্ষন, অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে, সন্দীপদের জামিন খারিজ করে জানালো আদালত

ইউ এন লাইভ নিউজ: আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন আবেদন খারিজ করে দিল সিবিআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে সন্দীপ এবং অভিজিৎকে হাজির করিয়েছিল সিবিআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তদন্তকারী দল দু’জনকে বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালত জানায়, কত দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হবে, তা তদন্তকারী সংস্থা ঠিক করে দিতে পারে না। আদালতই তা ঠিক করবে। এর পর অভিযুক্তদের ৩০ তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শিয়ালদহ আদালত পর্যবেক্ষণের পর জানিয়েছে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

সন্দীপদের পলিগ্রাফ এবং নারকো পরীক্ষার শুনানির জন্যও আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ৩০ তারিখ পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত শুনানি হবে শিয়ালদহ আদালতে। এ ছাড়া, এই মামলার শুনানি ক্যামেরার নজরদারিতে করার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারক জানিয়েছেন, আপাতত খোলা কোর্টেই শুনানি চলবে।