চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে উধাও, নজরে সেই পার্থ ঘনিষ্ট তৃণমূলনেতা, মামলায় জড়াল এক উপপ্রধান

নিউজ ডেস্ক– চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে অতনু গুছাইতের নামে। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট ছিলেন। স্থানীয়দের অভিযোগ, স্কুলে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা তুলেছিলেন। আর সেই টাকা ফেরত দিতে গিয়ে বিপাকে পড়লেন কোলাঘাট -১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মুজিবুর তরফদার।

পুলিশ সূত্রের খবর, প্রসেনজিৎ কুইলা নামে এক প্রতারিতকে চেকের মাধ্যমে ৮ লক্ষ টাকা দিয়েছিলেন মুজিবুর। কিন্তু চেকটি বাউন্স করে। এর পরেই মুজিবুরের বিরুদ্ধে এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ করেন প্রসেনজিৎ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অতনু সঙ্গে মুজিবুরের সম্পর্ক কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট ছিলেন অতনু গুছাইত। একটা সময়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। আর বছর সাতাশের মুজিবুর ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণণূলের টিকিটে জিতে উপ প্রধান নির্বাচিত হন। সেই সময় থেকেই অতনুর সঙ্গে সখ্যতা জমে ওঠে মুজিবুরের।

স্থানীয়দের অভিযোগ, অতনুর হয়ে, চাকরি প্রার্থীদের কাছে, মুজিবুরই টাকার রফা করতেন। জাতীয়সড়ক লাগোয়া জমি কম দামে কিনে, চড়া দামে বিক্রিরও অভিযোগ রয়েছে।
দায়পুরের হোটেল ব্যবসায়ী প্রসেনজিতের দাবি, আত্মীয়ের চাকরির জন্য অতনুকে ৬৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু চাকরি মেলেনি।

প্রসেনজিতের দাবি, মুজিবুর তাঁকে জানিয়েছিল, অতনুর কাছ থেকে টাকা ফেরৎ পাইয়ে দেওয়া হবে, তবে মামলা তুলে নিতে হবে। শর্তে রাজি হন প্রসেনজিৎ। পরিবর্তে তাঁকে ৮ লক্ষ টাকার চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক বাউন্স করে।