ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ইডির তলবে সাড়া দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছিল ইডি। বুধবার অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে। সেই মতো বুধবার সকাল এগারোটায় ইডির দপ্তরে উপস্থিত দেব।
ইডি অফিসে প্রবেশ করার পূর্বে দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তাঁর দাবি, কী কারণে তাঁকে তলব করা হয়েছে সে সংক্রান্ত কোনও তথ্যই নোটিসে উল্লেখ ছিল না। তৃণমূল সাংসদ বলেছেন, “দু’বছর আগেও যখন গিয়েছি তখনও আমি বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব। আমার দেশের তদন্তকারী সংস্থার উপর আমার যথেষ্ঠ ভরসা আছে। তদন্তে যদি কোনও সাহায্য লাগে অবশ্যই করব। আমি নিজের শুটিং বাতিল করে এখানে এসেছি।” এনামূল হক প্রসঙ্গে বলতে গিয়ে দেব জানান, তিনি এনামূলকে চেনেন না। “যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারোর এক টাকাও নিইনি। আমার ওই ভয় নেই। তাই যখনই ডাকবে তখনই যাব।”
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে ডেকে দেবকে জেরা করেছিল সিবিআই। গরু পাচারকাণ্ডে বিভিন্নজনকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল বলে দাবি করেছিলেন সিবিআই আধিকারিকরা। ২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ঘাটালের সাংসদ ৫ কোটি টাকা নিয়ে সিনেমায় ঢেলেছেন বলে অভিযোগ করেছিলেন হিরণ। দেব সরাসরি চ্যালেঞ্জ করে বলেছিলেন তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ।
Leave a Reply