Dev: টানা ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন দেব?

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দিল্লিতে সকাল ১১টায় ইডি দফতরে ঢুকেছিলেন সাংসদ-অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। বেরোলেন সন্ধে সওয়া সাতটা নাগাদ।

দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির অফিসাররা দেবকে কী কী প্রশ্ন করলেন, যা প্রশ্ন করেছিলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন কি না, সে সব বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ঘাটালের তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, ‘এই বিষয়টি ওনারা (ইডি) বললে বেশি ভাল হবে।’ প্রসঙ্গত, বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের। সেই মতো আজ সকালে নির্ধারিত সময়েই ইডির অফিসে পৌঁছে যান তিনি। বিমানবন্দরে যাওয়ার পথে অভিনেতা-সাংসদ বললেন, “অন্যায়কে কখনও সমর্থন করিনি। কারও কাছ থেকে এক পয়সাও নিইনি। চুরি করিনি, তাই ভয় নেই। যতবার ডাকবে, ততবার আসব।”

ইডি দফতর থেকেই তিনি সরাসরি কলকাতার দিকে রওনা হন। দেব আরও বলেন, ‘যা যা প্রশ্ন করা হয়েছিল তিনি জবাব দিয়েছেন।’ এদিন খুব একটা বেশি প্রশ্নের উত্তর দিতে চাননি দেব। বেশি দেরি করলে ফ্লাইট মিস করবেন, এই কথা বলে তিনি চলে যান। সূত্রের খবর, গোরু পাচার মামলায় তলব করা হয়েছিল দেবকে। এর আগে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসেও তাঁকে তলব করা হয়।