ইউ এন লাইভ নিউজ: রেশন দুর্নীতি মামলায় বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫জুন অভিনেত্রীকে ইডি অফিসে হাজিরা হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সূত্র মারফত খবর অনুযায়ী, বুধবার তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে নিজের আইনজীবী মারফত ইডিকে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ইডির কাছে বাড়তি সময়ও চেয়েছেন ঋতুপর্ণা। ইডি সূত্রে খবর উঠে আসছে, ৬ জুনের পর যেকোনও দিন তিনি ইডি অফিসে আসতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইডিকে জানিয়েছেন ঋতুপর্ণা।
এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায়ও তাঁকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, পরিবারের ছুটি কাটাতে অভিনেত্রী এখন রয়েছেন মায়ামিতে। শোনা যাচ্ছে, মায়ামি থেকে অভিনেত্রী সম্ভবত এখনও ফেরেননি। সেকারণেই হয়তো হাজিরার জন্য বাড়তি সময় চাইছেন তদন্তকারী সংস্থার কাছে। তবে এ ব্যাপারে এখনও ঋতুপর্ণার কোনও প্রতিক্রিয়া মেলে নি।
Leave a Reply