ধারাভির উন্নয়ন প্রকল্পের বরাত পেলেন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানি

নিউজ ডেস্ক : মুম্বইয়ের ধারাভি, এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা। এবার তাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বস্তি উন্নয়ন প্রকল্পের বরাত পেয়েছে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানি। ৫ হাজার ৬৯ কোটি টাকায় এই প্রকল্পের কাজ করবে বিশ্বের তৃতীয় ধনী এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তি গৌতম আদানির কোম্পানি।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ধারাভি বস্তির উন্নয়নের জন্য ডাকা টেন্ডারে, মোট ৩টি গোষ্ঠীর মধ্যে টক্কর হয়। যদিও প্রযুক্তিগত কারণে আগেই পিছু হটে নমন গ্রুপ। এরপর মঙ্গলবার ডিএলএফ গ্রুপ, ২ হাজার ২৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি হলেও শেষ পর্যন্ত সেই গ্রুপকে পরাজিত করে বিড জেতে আদানি সংস্থা।

একাধিক কারণে গত ১৫ বছর ধরে এই বস্তির উন্নয়নের কাজ আটকে রয়েছে। তবে এবার ১৭ বছরের মধ্যে ধারাভি বস্তির পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ রাজ্য সরকারের। ধারাভি বস্তির উন্নয়ন প্রকল্পের সিইও এসভিআর শ্রীনিবাস জানিয়েছেন, আমরা এ বার রাজ্য সরকারের অনুমোদন নিয়ে ধারাভির জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকল (এসপিএস) গঠন করব।

এই উন্নয়ন প্রকল্প মোট ২০ হাজার কোটি টাকার। এর আওতায় রয়েছে প্রায় ১ কোটি বর্গফুট এলাকা। ধারাভি রিডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে, ধারভির বস্তিবাসীদের জন্য যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে বাড়ি দেওয়া হবে, যেখানে সব ধরনের সুবিধা থাকবে। এই বস্তিতে বসবাসকারীরা ৪০৫ বর্গফুট আয়তনের একটি বাড়ি পাবেন। এই প্রকল্পের কাজ শেষ হলে ৫৬ হাজার মানুষকে পুনর্বাসিত করা হবে।

আরও পড়ুন : জি২০-এর সভাপতিত্ব গ্রহনের আগেই বড় বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *