দাঙ্গাবাজদের সম্পত্তি নিলাম করবে রাজ্য, মুখ্যমন্ত্রীর পাশে রাজ্যপাল

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন হাওড়া ও রিষড়ার দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার। পরবর্তীকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসও বলেছিলেন, দোষীদের বিরুদ্ধে সলিড অ্যাকশন হবে। সরকারি সূত্রের খবর, কঠোর পদক্ষেপ শুধু গ্রেফতারিতেই থেমে থাকবে না। ধৃতদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেইন্টেন্যান্স এফ পাবলির অর্ডর আইন ২০২৩ অনুযায়ী পদক্ষেপ করা হবে। এই আইন অনুযায়ী, দোষীদের জমি-বাড়ি সহ সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করা হবে। সেই সম্পত্তি বিক্রির টাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

১৯৭২ সালের ওয়েস্ট বেঙ্গল মেইন্টেন্যান্স অফ পাবলিক অর্ডার শীর্ষক আইনটি ২০১৬ সালে প্রথম সংশোধন করে রাজ্য সরকার। সংশোধিত আইন অনুযায়ী, বনধ, ধর্মঘট-সহ যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে সরকারি বেসরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় হামলাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে।

রাজভবন সূত্রের খবর, রাজ্য সরকারের সংশোধিত বিলটিতে সায় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার রাজভবন রাজ্যপালের স্বাক্ষর সহ বিলটি নবান্নে পাঠিয়েছে। এবার স্বরাষ্ট্র দফতর সেটি বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করলেই গোটা রাজ্যে সেটি চালু হয়ে যাবে।

তাৎপর্যপূর্ণ হল, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় পাশ হওয়া বিলটি বর্তমান রাজ্যপাল রেকর্ড সময়ে মধ্যে অনুমোদন করলেন। সাম্প্রতিক বছরগুলিতে এর নজির নেই। বিধানসভাতেও বিলটি ধ্বনী ভোটে পাশ হয়েছিল।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *