FIFA World Cup 2022: ব্রাজিলের পরাজয়ে ২৪ বছর পর কোন নজির ?

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামার আগেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলের। শেষ ম্যাচ হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। সেইভাবে গ্রুপ সেরাও হয়ে গেছে সেলেসাওরা।

হয়তো তাই ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাকিদের দক্ষতা পরখ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নিয়মিত একাদশের নয়জনকেই বদলে ফেলেছিলেন এই ম্যাচে।

হয়তো তাই শেষ গ্রুপ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হতে পারত। কিন্তু শেষ মুহুর্তে এক দুর্দান্ত হেডে গোল করে নায়ক বনে যান আফ্রিকা দলটির – আবুবাক। তিনি হয়ে গেলেন তৃতীয় আফ্রিকার ফুটবলার যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে জালে বল পাঠালেন।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এর আগে আফ্রিকার কোনও দলের বিপক্ষে মোট ৭ বার মুখোমুখি হয়েছে – ব্রাজিল। সেই তালিকায় থাকা – ঘানা, মরক্কো, আইভরি কোস্ট, আলজেরিয়া, জায়ারও এর আগে ব্রাজিলের কাছে জিততে পারেনি। সবগুলো লড়াইয়ে হার মেনে নিয়েছে। তবে এই প্রথম বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জিতল ক্যামেরুন।

ক্যামেরুন আর ব্রাজিল, এর আগের ৬ বার মুখোমুখি হয়েছে। একবার হারতে হয়েছিল ব্রাজিলকে। ৬ বারের সাক্ষাৎকারে ৫টিতেই জয়। বিশ্বকাপে দু’বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছিল দুইবারই। ১৯৯৪ সালে ৩-০ এবং ২০১৪ সালে ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়েছিল ব্রাজিল। তবে তৃতীয় সাক্ষাৎকারে, ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হয়ে ইতিহাসে জায়গা করে নিল ক্যামেরুন।

এদিকে এই জয় দিয়ে ব্রাজিলের একটি রেকর্ড ভেঙে দিল ক্যামেরুন। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপপর্বে হারতে হল ব্রাজিলকে। ক্যামেরুনের আগে ব্রাজিল গ্রুপ পর্যায়ের খেলায় হেরেছিল নরওয়ের কাছে।

ছবি: সৌ টুইটার।