নিউজ ডেস্ক: ছেড়ে চলে গেছেন নীতীশ। লোকসভা নির্বাচনের আগে সেই ধাক্কা সামলাতে এবার বিজেপির ভরসা চিরাগ। বিহারের রাজনৈতিক ময়দানে নিজের মাটি শক্ত করতে এলজেপির দিকে হাত বাড়িয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হনুমান বলে নিজেকে উল্লেখ করেও শেষ পর্যন্ত বিজেপির মন পায়নি চিরাগ। আর তাতেই বেশ কিছুটা অভিমান হয় এলজেপি নেতার। কিন্তু মাত্র দু’বছরেই বদলে গেছে দৃশ্যপট। বিজেপি এবার ঝুঁকেছে সেই চিরাগের দিকেই। আর সেই সুযোগ বুঝে শর্ত চাপিয়েছে চিরাগ পাসওয়ানও।
লোকসভা নির্বাচনের আগেই বিহারে ক্ষমতাহীন হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে খোঁজ চলছে শক্ত খুঁটির। আর তার জন্য যোগাযোগ করা হয়েছে চিরাগ পাসওয়ানের সঙ্গে। এনডিএ-তে যোগ দিতে চারটি বড় শর্ত রেখেছেন চিরাগ পাসওয়ান।
• নীতীশ কুমারের জন্য চিরতরে এনডিএ-তে ফেরার রাস্তা বন্ধ করতে হবে।
• চিরাগ পাসওয়ানের কাকা পশুপতি পরশকেও এই জোট থেকে বাদ দিতে হবে।
• ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট চূড়ান্ত করতে হবে।
• বর্তমান কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় স্থান দিতে হবে।
২০২৪-এর লোকসভা নির্বাচন এবং ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জুটি, বিজেপির জন্য বড় বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চিরাগকে রাজি করাতে ব্যস্ত হয়ে উঠেছে বিজেপি।
বিহারে আপাতত এনডিএ জোটের অধীনে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পরশের জাতীয় লোক জনশক্তি পার্টি। বিহারে দলিতদের মোট ভোটব্যাঙ্ক ১৬ শতাংশ। তার ৬ শতাংশ ভোট ব্যাঙ্ক রয়েছে চিরাগ পাসোয়ানের কাছে। তাই আপাতত বিহারে দলের আঁধার কাটাতে চিরাগকেই পাশে চাইছে বিজেপি।