নিউজ ডেস্ক: সাল টা ছিল ১৯২০। পরাধীন ভারতে মহিলাদের জীবন ছিল সমস্যা বহুল। নিষেধের বেড়াজালে কাটতো তাঁদের জীবন। শিক্ষার সুযোগও ছিল না সহজ। সেই কঠিন পরিস্থিতিতে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্যে গড়ে ওঠে এক শিক্ষা প্রতিষ্ঠান ‘শিক্ষায়তন ফাউন্ডেশন’। তাদেরই প্রথম বিদ্যালয় ‘মাড়োয়ারি বালিকা বিদ্যালয়’। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিদ্যালয় এখন ১০০ বছর পার করেছে। শিক্ষায়তন ফাউন্ডেশনের ১০০ বছর পূর্তি অনুষ্ঠান হয় বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষায়তন ফাউন্ডেশনের সমস্ত বিভাগের প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রী এবং সেখানকার কর্মীরা।
১০০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায়। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল মিস জে. চারুকেশী। বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায় বলেন মহিলাদের গত ১০০ বছর ধরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই ফাউন্ডেশনের অবদান অত্যন্ত গুরুত্বপুর্ণ।
আরও পড়ুন: ছুটির ফাঁদে স্কুলের পড়াশোনা, বৃহস্পতিবারও কলকাতায় বন্ধ থাকবে অধিকাংশ স্কুল
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এবং সি ই ও শ্রীমতি ব্রততী ভট্টাচার্য্য জানান, এই ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের নানারকম সামাজিক কাজে যুক্ত করা হয়। ভবিষ্যতে শিক্ষার প্রসার ছাড়াও সামাজিক ক্রিয়াকলাপের পরিসর তাঁরা আরও বাড়াতে চান। তাছাড়াও তিনি বলেন আগামী দিনে এই ফাউন্ডেশনের বিভাগ সংখ্যা আরও বাড়ানোর দিকেই তাঁদের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply